শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

চলমান বৃষ্টি থাকতে পারে কতদিন জানালো আবহাওয়া অফিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০২, ১৮ এপ্রিল ২০২৫

Google News
চলমান বৃষ্টি থাকতে পারে কতদিন জানালো আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত থাকতে পারে।

আজ শুক্রবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ৩ থেকে ৪ দিন পর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে।

হাফিজুর রহমান বলেন, চলমান মৌসুমের প্রকৃতি অনুযায়ী বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো বাতাস, কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টি। বজ্রপাতের শঙ্কাও রয়েছে। ফলে, বজ্রপাতজনিত দুর্ঘটনা এড়াতে সারা দেশে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, আগামী এক সপ্তাহের মধ্যে কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই বলেও নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের