সোমবার,

১৪ এপ্রিল ২০২৫,

১ বৈশাখ ১৪৩২

সোমবার,

১৪ এপ্রিল ২০২৫,

১ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৯, ১১ এপ্রিল ২০২৫

Google News
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর সমকালকে বলেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রুবাঈয়্যাৎ কবীর আরও বলেন, এ ভূমিকম্পের উৎসস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায়। এই মাত্রার স্বল্পমাত্রা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য হয়।

ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। ফলে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আর ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের