সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

ঈদের আগে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়াবিদরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫০, ২৬ মার্চ ২০২৫

Google News
ঈদের আগে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়াবিদরা

দেখতে দেখতে শেষ হতে চললো সিয়াম-সাধনার মাস পবিত্র মাহে রমজান। আর মাত্র কয়েকদিনের মধ্যেই বিশ্বের মুসলিম উম্মাহ উদযাপন করবে ঈদের আনন্দ। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া অধিদফতর। এ সময় বৃষ্টির কোনোই সম্ভাবনা নেই বলেও জানা গেছে। যা আসন্ন ঈদুল ফিতরের সময়েও বহাল থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই এক ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে চট্টগ্রামের দিকে কিছু এলাকায় ২৯/৩০ তারিখের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে বলে তিনি জানান। 

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

একইভাবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী শুক্রবার (২৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উল্লেখ্য, দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৫; আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের