
দেশের তিন বিভাগের কয়েকটি অঞ্চলে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবারও। তবে সামগ্রিকভাবে তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলবে না, বরং সামনের দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তিন বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি থাকতে পারে শুক্রবারও। তবে পরদিন শনিবার বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা কমতে পারে। এদিন শুধু সিলেট বিভাগের দু-একটি অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সারা দেশে বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সামগ্রিকভাবে সারা দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে সামনের দিনগুলোতেও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও পটুয়াখালীতে ৩৫.৮ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।