
মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া দপ্তর বলছে, দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে। সঙ্গে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।
আরও বলা হচ্ছে, ৯ মার্চের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষ দিকে এক বা দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক বা দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মাসব্যাপী পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া একদিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, আগামী ৯ তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি কম থাকতে পারে। এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। আসলে পুরো দেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম