সারা দেশে দিনের তাপমাত্রা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রাও। ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে। বাড়তে পারে কুয়াশার ঘনত্ব ও ব্যাপ্তিকালও।
আবহাওয়াবিদয়া বলছেন, তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী দুই-তিন দিন। ৪ বা ৫ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘আগামী ২-৩ দিন তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে শীতও কিছুটা বাড়তে পারে। কিছু কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর আশপাশে থাকতে পারে। এ ছাড়া দেশজুড়ে কুয়াশাও বাড়তে পারে আগামী দুই-তিন দিন। ৪ বা ৫ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।’
এই সময়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে কি না জানতে চাইলে শাহানাজ সুলতানা বলেন, ‘এখনই বড় পরিসরে আমরা শৈত্যপ্রবাহের আশঙ্কা করছি না।
হলেও বড়জোর অল্প কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে কোনো কোনো অঞ্চলে।’
আরো পড়ুন
প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। মৃদু শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকে। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে তা মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি থাকলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তখন তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে মঙ্গলবার। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রাও। আগামীকাল বুধবারও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপ তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি। পরদিন বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
দেশের উত্তরাঞ্চলে কুয়াশা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর পর্যন্ত উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। আগামী বুধবার থেকে কুয়াশার ঘনত্ব ও ব্যাপ্তিকাল বাড়তে পারে সারা দেশেই। মধ্যারাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশেই।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।