বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪,

২১ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪,

২১ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

ঘূর্ণিঝড় `ফেইনজাল`: বন্দরে ২ নম্বর সংকেত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৮, ২৯ নভেম্বর ২০২৪

Google News
ঘূর্ণিঝড় `ফেইনজাল`: বন্দরে ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় দেশের চার বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে কেবল উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরানো ছাড়া বাংলাদেশে ঘূর্ণিঝড়টির কোনো প্রভাব পড়ার শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, পরবর্তীতে সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপে দশা পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হল।

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর নাম দেওয়া হয় ‘ফেইনজাল’। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব।

আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের