বিশ্বের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মের রেকর্ড গড়েছে ২০২৪ সাল। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস শুক্রবার এ তথ্য জানিয়েছে। ইউরোপজুড়ে এবার যে তাপমাত্রা ছিল, তা ১৯৯১ থেকে ২০২০ সালের দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই তাপমাত্রা ২০২২ সালের আগের সব রেকর্ডকেও ছাড়িয়েছে। খবর রয়টার্সের।
তাপমাত্রা রেকর্ড শুরু করার পর থেকে দেখা গেছে, বিশ্বের উষ্ণতম উত্তর গোলার্ধের গ্রীষ্মের তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে। এতে বৈশ্বিক উষ্ণতা তীব্রতর হচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
গেল অগাস্ট ছিল ১৪ মাসের মধ্যে ১৩তম উষ্ণতম মাস, যখন বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছাড়িয়েছে। যদিও যুক্তরাজ্য ২০১৫ সালের পর এবারই সবচেয়ে শীতল গ্রীষ্ম দেখেছে, তবে ইউরোপের বেশির ভাগ অংশ গড় গ্রীষ্মের চেয়ে উষ্ণতর অভিজ্ঞতা পেয়েছে। এ বছরের এখন পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি, এটিও রেকর্ড।
কোপার্নিকাসের ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেন, এই গ্রীষ্মে তাপমাত্রাজনিত চরম ঘটনাগুলো আরও তীব্রভাবে দেখা দেবে।
রেডিওটুডে নিউজ/আনাম