শিশুদের জন্য নিরাপদ কিছু দেশসমূহ
বর্তমান শিশুরাই আগামীর ভবিষ্যৎ। একটি জাতি কিংবা একটি দেশ শিশুদের ঠিক কতটা গুরুত্ব দেয়, তার ওপর নির্ভর করে ওই দেশের কিংবা ওই জাতির উন্নতি।
তেমনি এই পৃথিবীতে এমন কিছু কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে শিশুরা অবাধে ঘুরে বেড়াতে পারে অর্থাৎ শিশুরা সেসব দেশে সবচেয়ে বেশি নিরাপদ। এমনকি ওইসব দেশের শিশুদের অধিকার শতভাগ বাস্তবায়িত করা হয়।
চাইল্ড ওয়ার্ল্ড ইনডেস্কের এক প্রতিবেদন অনুযায়ী এমন কিছু দেশে রয়েছে যেখানে শিশু অধিকার সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছে। শিশু অধিকার রক্ষায় ওয়ার্ল্ড ইনডেস্কের জরিপ ২০২২ সাল অনুযায়ী শীর্ষে রয়েছে দশটি দেশের তালিকা।
চলুন তাহলে দেরি না করে জেনে আসি শিশুদের জন্য নিরাপদ দশটি দেশের তালিকা :
১. জার্মানি
২. ফিনল্যান্ড
৩. নরওয়ে
৪. নেদারল্যান্ড
৫. সুইডেন
৬. ডেনমার্ক
৭. স্লোভেনিয়া
৮. আইসল্যান্ড
৯. অস্ট্রিয়া
১০. এবং সর্বশেষ লুক্সেমার্গ
উপরে উল্লেখিত এই ১০টি দেশ শিশুদের অধিকার এবং তাদের সুরক্ষার বিষয়টি সবার আগে সুনিশ্চিত করে থাকে। এ সকল দেশ শিশুদের অধিকার নিয়ে সর্বাধিক সোচ্চার।
এস আর