বুধবার,

৩০ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

বুধবার,

৩০ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

Radio Today News

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় মাকে কোপালো ছেলে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ২২ নভেম্বর ২০২১

Google News
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় মাকে কোপালো ছেলে

প্রতীকী ছবি

মৌলভীবাজারে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সৎ মাকে দা দিয়ে কুপিয়ে আহত করেছে ছেলে।

শনিবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ মহিষমারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম নেহারুন বেগম (৪২)। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় নেহারুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ফরিদ মিয়ার ২য় স্ত্রী নেহারুন বেগম দিনের বেলা এলাকার এক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। রাতে বাড়ি ফিরলে সৎ ছেলে মনাফ মিয়া (২২) তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় উভয়ের মধ্যে বির্তক সৃষ্টি হয়। এক পর্যায়ে মনাফ মিয়া ক্ষুব্ধ হয়ে দা দিয়ে সৎ মাকে কুপিয়ে পালিয়ে যায়।
 
স্থানীয় ইউপি সদস্য হোসেন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। নেহারুনের স্বামী ফরিদ মিয়া বর্তমানে জেল হাজতে রয়েছেন। হয়তো এ সুযোগে সে কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। আমি আইনের আশ্রয়ে যেতে বলেছি।

এ ঘটনায় কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষন রায় বলেন, বিষয়টি শুনেছি। তবে আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের