বুধবার,

৩০ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

বুধবার,

৩০ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

Radio Today News

পারাবতের আগুন নিয়ন্ত্রণে, চালু হয়নি ঢাকা-সিলেট ট্রেন সংযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৬, ১১ জুন ২০২২

Google News
পারাবতের আগুন নিয়ন্ত্রণে, চালু হয়নি ঢাকা-সিলেট ট্রেন সংযোগ

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শনিবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল উদ্দিন গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কমলগঞ্জের ইউনিট কাজ শুরু করে। পরে মৌলভীবাজার, কুলাউড়া ও শ্রীমঙ্গল থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রেনে যারা দায়িত্বে আছেন তারা ধারণা করছেন, এসির কোনো ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের