বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

"পুঁজিবাজারের সুশাসন ও আস্থা ফেরানো আমার প্রথম কাজ"

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৬, ২৫ আগস্ট ২০২৪

Google News

পুঁজিবাজারের সুশাসন নিশ্চিত করা ও আস্থা ফেরানো তার প্রথম কাজ বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

রোববার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব বলেন। এ সময় বিএসইসির কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান, মোহসীন চৌধুরী ও নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসরাশ উপস্থিত ছিলেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, ‘পাশাপাশি আমাদের যেসব কমপ্লায়েন্স রয়েছে, সেটার পরিপালন নিশ্চিত করা। গত এক দশকের বেশি সময় ধরে আমরা কমপ্লায়েন্স পরিপালন করা থেকে অনেক দূরে চলে গেছি। এখন আমাদের সঠিক পথে আসতে হবে। সুশাসন ফেরানো ছাড়া বাজারে ভালো কিছু আশা করা যায় না। এ সুশাসন নিশ্চিত করা নিজেদের ঘর থেকে সবার আগে শুরু করতে হবে। এরপর মধ্যস্থতাকারীদের মধ্যে আনতে হবে।’ বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘গত একদশকে পুঁজিবাজারে অনেক অনিয়ম হয়েছে। সেটাকে আমরা খুব সহজেই সরাতে পারব না। এটা রাতারাতি করা সম্ভব নয়। আগামী ১৪ মাসেরও তা সম্ভব হবে কি-না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে আমরা যদি লক্ষ্য নির্ধারণ করে সবাই মিলে একত্রে কাজ করি, তাহলে আমরা সন্তোষজনক জায়গায় পৌঁছাতে পারব। হয়ত আমরা এখন যে জায়গায় যেতে চাচ্ছি, তা সহসায় হবে না। তবে আমাদের লক্ষ্যের কাছাকাছি আসতে পারব।’ 

তিনি বলেন, ‘সে জন্য যার যার জায়গা থেকে আইন মেনে যথাযথভাবে কাজ করতে হবে। আমাদের সবারই পুঁজিবাজারে আস্থার জায়গা ফিরিয়ে আনতে কাজ করতে হবে। এ জন্য আমরা আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করেছি।’

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের