সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

এনবিআরের নতুন চেয়ারম্যান ব্যবসায় গতি ফেরাবেন, প্রত্যাশা ডিবিএর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৭, ১৭ আগস্ট ২০২৪

Google News
এনবিআরের নতুন চেয়ারম্যান ব্যবসায় গতি ফেরাবেন, প্রত্যাশা ডিবিএর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

শনিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তাকে এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, আবদুর রহমান খান একজন দক্ষ, অভিজ্ঞ, পেশাদার অ্যাকাউন্টেন্ট। তিনি দীর্ঘদিন সরকারের কর প্রশাসনসহ আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার হিসেবে এবং বিশ্বব্যাংকের পরামর্শক হিসেবে পেট্রোলিয়াম টেক্স নিয়ে তার কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে দেশের কর খাতে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং কর ব্যবস্থাপনার উন্নতি হয়ে দেশের ব্যবসা বাণিজ্যে গতি আসবে। আমরা আশা করি, এনবিআরের নতুন এই চেয়ারম্যান পুঁজিবাজারের উন্নয়নে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কর সুবিধা দিয়ে ব্যবসা বাণিজ্যে গতি ফেরাবেন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের