ফাইল ছবি (রেডিও টুডে)
করোনাভাইরাস সংক্রমনের উর্ধ্বোগতিতে চলমান সর্বাত্মক লকডাউনের সময়সীমা বাড়িয়েছে সরকার। তবে বর্ধিত লকডাউনে পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে পুঁজিবাজারে ১ ঘণ্টা লেনদেন বেশি হবে।
এ বিষয়ে মঙ্গলবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই নির্দেশনা ১৪ জুলাই পর্যন্ত বহাল থাকবে বলে নির্দেশনায় জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত চলবে; যা আগে দুপুর ১টা পর্যন্ত ছিল। ব্যাংকের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারের এ লেনদেনের সময় বাড়ানো হয়েছে।
তবে বর্ধিত লকডাউনে লেনদেনের সময় বাড়লেও এই সপ্তাহের মতো আগামী সপ্তাহেও পুঁজিবাজারে রবিবার লেনদেন বন্ধ থাকবে।