বুধবার,

২৩ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

বুধবার,

২৩ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

টিকে থাকার লড়াইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো নারী কাবাডি দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৩, ২২ এপ্রিল ২০২৫

Google News
টিকে থাকার লড়াইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো নারী কাবাডি দল

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে টিকে থাকার লড়াইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের নারী কাবাডি দল। মঙ্গলবার ললিতপুরের সাতদোবাতো তায়কোয়ানডো হলে আয়োজিত তৃতীয় ম্যাচে ২৬-২৩ পয়েন্টে জয় ছিনিয়ে নিয়েছে তারা।

সিরিজের প্রথম ম্যাচে ৪১-১৮ ব্যবধানে বড় হার এবং দ্বিতীয় ম্যাচে ২৯-২২ ব্যবধানে পরাজয়ের পর টানা তিন দিনে তৃতীয় ম্যাচে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ ছিল না বললেই চলে। তবু এদিন নিজেদের প্রমাণ করে বাংলাদেশ।

দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে উজ্জীবিত করেন। প্রথমার্ধে ১৫-১০ ব্যবধানে পিছিয়ে পড়লেও বিরতির পর বাংলাদেশ অসাধারণভাবে ঘুরে দাঁড়ায়—১৬ পয়েন্ট তুলে নেয় এবং স্বাগতিকদের দেয় মাত্র ৮ পয়েন্ট।

ম্যাচশেষে দেওয়া ভিডিও বার্তায় প্লেয়ার অফ দ্য ম্যাচ শ্রাবণী বলেন, 'নেপাল অনেক শক্তিশালী দল। ২০১৯ এবং ২০২৩ সালেও আমরা ওদের কাছে হেরেছিলাম। তাই এই জয় আমাদের জন্য অনেক বড় ব্যাপার।'

'শুরুর দিকে আমরা একটু নার্ভাস ছিলাম, তবে ম্যাচে ম্যাচে উন্নতি করছি। আগামী ম্যাচগুলোতে আরও ভালো খেলার চেষ্টা করব। এই অভিজ্ঞতা আমাদের আসন্ন বিশ্বকাপে কাজে দেবে,' যোগ করেন এই খেলোয়াড়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের