
সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে প্রতিরোধ গড়েও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৫৫ রানে। ফলে ম্যাচ জিততে জিম্বাবুয়ের প্রয়োজন মাত্র ১৭৪ রান।
দিনের শুরুতে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৪ রান। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় সোয়া এক ঘণ্টা পর, সকাল ১১টায় খেলা শুরু হয়। শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিনের ৬০ রানে অপরাজিত থাকা শান্ত এদিন কোনো রান না করেই ফিরেন ব্লেসিং মুজারাবানির বলে, ফাইন লেগে ক্যাচ তুলে দেন ভিক্টর নুয়াইসির হাতে।
এরপর দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। মাত্র ১৬ রান যোগ হতেই বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ১৫ বলে ১১ রান করে মুজারাবানির বলে এলবিডব্লিউ হন তিনি। এ উইকেটের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন জিম্বাবুয়ের এই পেসার।
পরবর্তী ওভারেই ফেরেন তাইজুল ইসলাম। মাত্র ১ রান করে তিনিও বিদায় নেন। তখন বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২১৩।
এই সংকটময় মুহূর্তে কিছুটা প্রতিরোধ গড়েন জাকের আলী অনিক ও হাসান মাহমুদ। অষ্টম উইকেটে দুজন মিলে ৩১ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটিতেই বাংলাদেশের লিড কিছুটা বাড়ে। ১১১ বলে লড়াকু ৫৮ রান করে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জাকের আলী।
তবে ইনিংস টেনে নেওয়া সম্ভব হয়নি। ওয়েলিংটন মাসাকাদজার বলে বাজে শট খেলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হাসান মাহমুদ (১৬)। একই ওভারে প্রথম বলেই আউট হয়ে যান খালেদ আহমেদ। এরপর জাকেরও বিদায় নিলে ৭৯.২ ওভারে ২৫৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৯১ রান। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩। ফলে ৮২ রানের লিড পেয়েছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৫৫ হওয়ায় ম্যাচ জিততে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।
রেডিওটুডে নিউজ/আনাম