
চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলবে সফরকারীরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ১৭ ও ২০ আগস্ট প্রথম দুই ওয়ানডে মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলায়। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে ২৩ আগস্ট। প্রথম টি২০ চট্টগ্রামে, ২৬ আগস্ট।
এরপর আবারও ঢাকায় ফিরে মিরপুরে বাকি দুই টি২০ হবে ২৯ ও ৩১ আগস্ট। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপক্ষীয় টি২০ সিরিজ!
রেডিওটুডে নিউজ/আনাম