রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

Radio Today News

পিএসএলে আজ মাঠে নামছেন রিশাদরা, জায়গা পাবেন একাদশে? 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৫, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৪৭, ১১ এপ্রিল ২০২৫

Google News
পিএসএলে আজ মাঠে নামছেন রিশাদরা, জায়গা পাবেন একাদশে? 

আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম সংস্করণ। রাতে উদ্বোধনী ম্যাচে দেখা হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের। এ দুই দলই পিএসএলের সবচেয়ে সফল দল। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ এরই মধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে। লাহোরও জিতেছে দুবার।

এবার লাহোর কালান্দার্সে আছেন বাংলাদেশের রিশাদ হোসেনও। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে। তবে রিশাদ খেলবেন ফখর জামান, আসিফ আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলদের সঙ্গে। দেশ ছাড়ার আগে তিনি জানিয়ে গেছেন দারুণ কিছু করার প্রত্যয়।

এদিকে নেটে তার স্পিনে লাহোরের ব্যাটারদের ভালো চ্যালেঞ্জে পড়তে দেখা গেছে। দুইবার সতীর্থ ব্যাটারকে বোল্ড করতেও দেখা গেছে তাকে। লাহোরে রিশাদই একমাত্র লেগস্পিনার। ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা ছাড়া দলে দু’জন বাঁহাতি স্পিনার আছেন। এরমধ্যে ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি নিজের সেরা সময় পার করে এসেছেন। ১৮ বছর বয়সী মুমিন কমরেরও প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম।

রাসেল ডমিঙ্গো লাহোরের কোচ বলেও কিছুটা সুবিধা পেতে পারেন রিশাদ। ব্যাট হাতে তার বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত বাংলাদেশের সাবেক এ প্রোটিয়া কোচ। রিশাদ যে দলের গুরুত্বপূর্ণ সদস্য সেটি টিম হোটেলে তাকে বরণ করে নেওয়ার মধ্যে বোঝা গেছে। দলের অধিনায়ক শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজাকে নিয়ে মাঝরাতে রিশাদের সঙ্গে হোটেল রুমে দেখা করতে আসেন লাহোর ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা। এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছে লাহোর কর্তৃপক্ষ।

পিএসএলে থাকা বাকি দুই বাংলাদেশি হলেন লিটন দাস। যিনি করাচি কিংসে খেলবেন। পেসার নাহিদ রানা যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে। যে কারণে পেশোয়ার জালমি তরুণ এ গতি তারকাকে প্রথম পাঁচ ম্যাচে পাবে না। পিএসএল খেলতে গত সোমবার ঢাকা ছেড়ে যান লিটন ও রিশাদ।

করাচি কিংসের অনুশীলনে লিটনকেও ফুরফুরে মেজাজে দেখা গেছে। গতকাল করাচির প্রস্তুতি ম্যাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। সেখানে অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার ব্যাটিং এবং লিটন উইকেটকিপিং করছিলেন। লিটন বিদ্যুৎগতিতে একটি স্টাম্পিংও করেন। তবে লিটনের একাদশে জায়গা পাওয়াটা একটু কঠিন হবে। করাচিতে আরও একজন বিদেশি উইকেটকিপার ব্যাটার আছেন, তিনি হলেন কিউই ব্যাটার টিম সেইফার্ট। এছাড়া বিদেশি ব্যাটার হিসেবে ডেভিড ওয়ার্নারর ছাড়াও আছেন কেইন উইলিয়ামসন ও জেমস ভিন্স।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের