রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

Radio Today News

প্রথম বলটা ধরেই  মনে হচ্ছিল, আজকে আমার দিন হতেও পারে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৯, ১১ এপ্রিল ২০২৫

Google News
প্রথম বলটা ধরেই  মনে হচ্ছিল, আজকে আমার দিন হতেও পারে

দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে ইতিহাসে অনন্য কীর্তি গড়ে নিজেদের ভাবনার কথা জানালেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা।

নবম ওভারে আক্রমণে এসে প্রথম বলে সাফল্য পেলেন ফাহিমা খাতুন। এরপর একে একে নিলেন আরও ৪ উইকেট। সবার শেষে বল হাতে নিয়ে শিকারের জন্য জান্নাতুল ফেরদৌস সুমনার অপেক্ষা করতে হলো মাত্র ২ বল। ফাহিমার আগে তিনিই পূর্ণ করলেন ৫ উইকেট। একইসঙ্গে ইতিহাসে উঠে গেল বাংলাদেশের নাম।

আইসিসি উইমেন'স বিশ্বকাপের বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট নিয়েছেন ফাহিমা ও সুমনা। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেটের ঘটনা এটিই প্রথম। ম্যাচ শেষে ফাহিমা বললেন, বল হাতে নিয়েই বুঝতে পেরেছিলেন বিশেষ কিছু অর্জন করতে পারেন। তবে আলাদা কোনো ভাবনা ছিল না সুমনার।

লাহোরে বৃহস্পতিবার নিগার সুলতানার ৮০ বলে ১০১ ও শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের সৌজন্যে নিজেদের রেকর্ড ২৭১ রান করে বাংলাদেশ। পরে ফাহিমা ও সুমনার দুর্দান্ত বোলিংয়ে ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। বাংলাদেশ পায় ১৭৮ রানের রেকর্ডগড়া জয়।

প্রায় সাত বছর পর ওয়ানডে খেলতে নেমে একপর্যায়ে ১ রানে ৫ উইকেট নিয়ে নেন সুমনা। পরে আরও ৬ রান খরচ করেন তিনি। আর ফাহিমার খরচ ২১ রান। ওয়ানডেতে দুজনেরই এটি প্রথম ৫ উইকেট।

ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিন ছেলে-মেয়ে মিলিয়েই বিরল কীর্তির জন্ম দিয়েছেন ফাহিমা ও সুমনা। ছেলেদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেটের ঘটনা স্রেফ একটি। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ও গ্যারি কোজিয়ের।

ফাহিমা ও সুমনার হাত ধরে প্রায় ৪৮ বছর পর আবার এমন কিছুর দেখা পেল ওয়ানডে ক্রিকেট। ম্যাচ শেষে বিসিবির ভিডিওবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে ফাহিমা বলেন, আগেই বুঝতে পেরেছিলেন দিনটি হতে পারে তার।

“আলহামদুলিল্লাহ্‌। অবশ্যই ভালো লাগার অনেক বড় একটা বিষয়। বিগত সময়ে অনেকবার আমার এই সুযোগটা এসেছিল, ৫ উইকেট নেওয়ার। এবারই প্রথম নিতে পারলাম। বিগত সময়ে ৪টা উইকেট পেয়েছি। এখন ৫ উইকেট নিতে পেরে অনেক ভালো লাগছে।”

“আমি যেই প্রান্ত থেকে বোলিং করছিলাম, প্রথম বলটা ধরেই আমার মনে হচ্ছিল, আজকে আমার দিন হতেও পারে। উইকেট নেওয়ার সুযোগটা আমার অনেক বেশি ছিল। সেদিক থেকে আমি বলব, আলহামদুলিল্লাহ্‌।”

তবে ফাহিমার মতো আগেভাগে তেমন কিছুর আভাস পাননি সুমনা। বরং নিজেদের প্রক্রিয়া ঠিক রেখে সাফল্য পাওয়ার কথা বলেন অফ স্পিনার।

“এটা আমার প্রথম ৫ উইকেট। আমার জন্য অনেক বিশেষ একটা ব্যাপার। সারাজীবন মনে রাখার মতো স্মৃতি। আমি একটু দেরিতেই বোলিংয়ে আসি। তখন চিন্তা ছিল না যে ৫ উইকেট পাব কিনা। শুধু প্রক্রিয়াটা অনুসরণের চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ্‌ ফল এসেছে।”

“সত্যি বলতে, কখনও এভাবে (৫ উইকেট বা কোনো লক্ষ্য) আমি চাই না। এই ম্যাচেও চাওয়া হয়নি। চেষ্টা করছিলাম, কোচ যেভাবে বলেছেন উইকেট টু উইকেট বল করতে। সেটাই চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ্‌ সফল হয়েছি।”

দুই স্পিনারের অনন্য কীর্তির আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হয়ে যান নিগার। মাত্র ৭৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে দেশের দ্রুততম সেঞ্চুরিয়ানও এখন তিনি।

দলের লক্ষ্য আড়াইশ পার করানোর চেষ্টায়ই মূলত রেকর্ড সেঞ্চুরির মালিক হন বাংলাদেশ অধিনায়ক।

“আলহামদুলিল্লাহ্‌! টুর্নামেন্টের প্রথম জয়। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। দ্রুততম সেঞ্চুরির কথা আসলে ওইভাবে মাথায় ছিল না যে, দ্রুততম সেঞ্চুরি হতে পারে বা এমন কিছু। লক্ষ্য ছিল দলের রান যেন অন্তত আড়াইশর বেশি হয়।”

শুরুতেই ইশমা তানজিমের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১০৪ রান যোগ করেন ফারজানা ও শারমিন। এরপর ২৮তম ওভারে ব্যাটিংয়ে নামেন নিগার। আউট হন ইনিংসের শেষ বলে। ততক্ষণে শারমিনের সঙ্গে তার জুটির সংগ্রহ বাংলাদেশের রেকর্ড ১৫২ রান।

ব্যাটিংয়ে নামার সময় পরিকল্পনা কী ছিল সেটিও জানান নিগার।

“(ফারজানা) পিংকি আপু ও (শারমিন) সুপ্তা আপু যখন ব্যাটিং করছিলেন, তখন মনে হচ্ছিল আমি ভালো স্ট্রাইক রেটে দ্রুত রান ওঠানোর চেষ্টা করব। যাতে পরবর্তীতে যারা যাবে ব্যাটিং করতে তারা যেন আড়াইশর বেশি রানের লক্ষ্য পূরণ করতে পারে। আলহামদুলিল্লাহ্‌! সুযোগ ছিল। কাজে লাগানোর চেষ্টা করেছি। হয়ে গেছে। আল্লাহ্‌র কাছে লাখ লাখ শুকরিয়া।”

এসময় ইতিহাসগড়া দুই বোলারকেও প্রশংসায় ভাসান বাংলাদেশ অধিনায়ক।

“বোলাররা আসলেই অসম্ভব ভালো বোলিং করেছে। বিশেষ করে এমন একটা রেকর্ড, এক ইনিংস দুই বোলারের ৫ উইকেট নেওয়া, অনন্য একটা কীর্তি। যেভাবে দলের জন্য অবদান রেখেছে, আসলেই অনুপ্রেরণাদায়ক। আমি আশা করি, তারা সামনের ম্যাচেও যেন এভাবে খেলতে পারে।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের