মঙ্গলবার,

০৮ এপ্রিল ২০২৫,

২৫ চৈত্র ১৪৩১

মঙ্গলবার,

০৮ এপ্রিল ২০২৫,

২৫ চৈত্র ১৪৩১

Radio Today News

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৮, ৭ এপ্রিল ২০২৫

Google News
চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল

হার্ট অ্যাটাকের পর প্রায় মৃত্যুমুখে চলে গিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সেখান থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন তিনি। সাভারের কেপিজে হাসপাতালের ডাক্তারদের চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পরই তামিমকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনদিন থাকার পর বাড়ি ফিরেন তামিম।

পবিত্র ঈদুল ফিতরের আগেই জানা গিয়েছিল, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে বিদেশে যাবেন তামিম। সেটা হতে পারে থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা লন্ডন। অবশেষে জানা গেছে, সিঙ্গাপুরেই নেয়া হচ্ছে খান সাহেবকে।

তামিমের বন্ধু এবং সাংবাদিক মিনহাজ উদ্দিন খান জানিয়েছেন, আজ সোমবার (৭ এপ্রিল) রাতেই দেশ ছাড়ছেন তামিম। রাত ১২টার একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওয়ানা হবেন তিনি। এ সফরে তামিম ইকবালের সঙ্গী হবেন তার স্ত্রী আয়েশা আক্তার, বড়ভাই নাফিস ইকবাল এবং বন্ধু মিনহাজ।

উল্লেখ্য, সিঙ্গাপুরের ফ্যারারপার্ক (farrer park) হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মরিস চু-এর শরণাপন্ন হবেন তামিম ইকবাল বলে জাগা গেছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের