সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

Radio Today News

অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে তামিমের, সিসিইউতে স্থানান্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৯, ২৪ মার্চ ২০২৫

Google News
অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে তামিমের, সিসিইউতে স্থানান্তর

অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। বর্তমানে তাকে রাখা হয়েছে হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা সিসিইউতে। এছাড়া তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। 

আজ সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যান তামিম ইকবাল। পরে জানা যায়, তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। 

এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। সেই অস্ত্রোপচার শেষে এবার তাকে নেওয়া হয়েছে সিসিইউতে। তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দায়িত্বরতরা।

এর আগে, সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের