শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

Radio Today News

কবে ক্যাম্পে ফিরছেন হামজা-ফাহামেদুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৩, ১ মার্চ ২০২৫

Google News
কবে ক্যাম্পে ফিরছেন হামজা-ফাহামেদুল

বাছাইয়ে আগামী মাসের ২৫ তারিখ শক্তিশালী ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অতি গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে ফুটবলারদের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন ফুটবলাররা।

প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে এদিন রিপোর্ট করেছেন ২৭ জন। ইংলিশ লিগের দ্বিতীয় স্তর শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।

সৌদি আরব গিয়ে কন্ডিশনিং ক্যাম্পে ১০ মার্চ যোগ দেবেন বাংলাদেশ দলে এবারই প্রথম ডাক পাওয়া ইতালি লিগে খেলা ফুটবলার ফাহামেদুল ইসলাম।

আজ শনিবার (১ মার্চ) সকালে শুরু হয়েছে মাঠের অনুশীলন। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৫ মার্চ পর্যন্ত অনুশীলন চলবে।

এরপর ২৮ জনকে নিয়ে সৌদি আরব যাবেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেখান থেকে দল ঢাকায় ফিরবে ১৭ মার্চ। ঢাকায় তিন দিন অনুশীলন করে দল যাবে শিলংয়ে। সেখানে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

এর আগে গত শুক্রবার আমের খানের কাছে রিপোর্ট করেননি সাদ উদ্দিন। শনিবার সকালে অনুশীলনের আগেই তার হোটেলে ওঠেন এ ডিফেন্ডার। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের অন্য দুই দল হংকং ও সিঙ্গাপুর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের