শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

পাকিস্তানের ওপর ক্ষোভ ঝাড়লেন জেলবন্দী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
পাকিস্তানের ওপর ক্ষোভ ঝাড়লেন জেলবন্দী ইমরান খান

জন করতে গিয়ে ছয় দিনেই বিদায় নিয়েছে পাকিস্তান। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের গল্পটা এমনই। গত বুধবার করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর রোববার দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটের হার।

এদিকে টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের পর পাকিস্তানের ছিটকে পড়া নিশ্চিত হয়ে গেছে।

এদিকে গতোবারের শিরোপা ধরে রাখার অভিযানে নেমে রিজওয়ান–বাবর–আফ্রিদিদের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই পাকিস্তানে সমালোচনার ঝড় বইছে। রিজওয়ানরা গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় চটেছেন জেলবন্দী ইমরান খানও।

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার। রাজনৈতিক দল তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান জেলে থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

গতকাল জেল গেটের বাইরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তার বোন আলিমা খান। আলিমার ভাষ্য, ‘ইমরান বলেছেন, ফেবারিটদের (পছন্দের ব্যক্তিদের) সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’

আলিমা আরও জানিয়েছেন, ইমরান জেলে বসেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন এবং দেশের ক্রিকেটকে এভাবে ধ্বংস হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন, ‘ভারতের বিপক্ষে (পাকিস্তানকে) হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’

পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজাও জানিয়েছেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অবস্থা দেখে ইমরান খান খুব দুঃখ পেয়েছেন। সালমান আকরাম বলেছেন, ‘ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের মানুষের গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু গত কয়েক বছরে খেলাটিকে তামাশায় পরিণত করা হয়েছে।’

এ নিয়ে আইসিসি আয়োজিত সর্বশেষ তিনটি আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির আগে ২০২৪ টি২০ বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেরও প্রথম ধাপ টপকাতে পারেননি বাবর–রিজওয়ানরা।

পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুবও মহসিন নাকভিকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন এবং বারবার ব্যর্থ হওয়ার কারণে পিসিবি প্রধানের পদ থেকে তার অপসারণের দাবি করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের আনুষ্ঠানিক যাত্রা শেষ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। যদিও দুই দলের জন্যই ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতার। কারণ, গ্রুপ পর্ব থেকে বাদ পড়া নিশ্চিত হয়েছে দুই দলেরই।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের