শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটন সেঞ্চুরি করেছেন। ফিফটি পেয়েছেন টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম।

তাদের ব্যাটে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের বড় পুঁজি পেয়েছে গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলা প্রোটিয়ারা।

শুক্রবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ নবী ষষ্ঠ ওভারে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন।

কিন্তু অন্য ওপেনার রিকেলটন ও তিনে নামা অধিনায়ক টেম্বা বাভুমা ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় রানের পথে তুলে নেন। অধিনায়ক বাভুমা ৭৬ বলে ৫৮ রান করে আউট হন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। 

রিকেলটন ১০৬ বলে ১০৩ করে রান আউট হন। তার ব্যাট থেকে সাতটি চার ও একটি ছক্কা আসে। এরপর ডুসেন ও মার্করাম ঝড়ো ফিফটি করেন। রেসির ব্যাট থেকে ৪৬ বলে ৫২ রান আসে। তিনি তিনটি ছক্কা ও দুটি চার মারেন। মার্করাম ৩৬ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি চার ও একটি ছক্কা মারেন তিনি।

আফগানিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বয়স্ক ক্রিকেটার নবী ১০ ওভারে ৫১ রান দিয়ে ২ উইকেট নেন। ফজল হক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই ও নুর আহমেদ নেন একটি করে উইকেট।  

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের