
প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে জয় পেল না লিওনেল মেসির ইন্টার মায়ামি। টানা চার ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফ্লোরিডায় অনুষ্ঠিত এই ফ্রেন্ডলি ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৪২ হাজারের বেশি দর্শক। তবে তাদের হতাশ করেছেন মেসি। এদিন তার পা থেকে কোনো গোল আসেনি, যদিও প্রথমার্ধের শেষদিকে লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ওরল্যান্ডোর গোলরক্ষক দক্ষতার সঙ্গে তার প্রচেষ্টা ব্যর্থ করে দেন।
ম্যাচের ১৫তম মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। তবে ২২তম মিনিটে সুয়ারেজের সহায়তায় তাদেও অ্যালেন্দে গোল করে দলকে সমতায় ফেরান। ৫৪তম মিনিটে ফের গোল হজম করে পিছিয়ে যায় মায়ামি। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ম্যাচে পিছিয়েই ছিল তারা। কিন্তু যোগ করা সময়ে ফাফা পিকোল্ট গোল করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন।
এই ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি। মেসি এই প্রস্তুতি পর্বে মোট চারটি ম্যাচে অংশ নিয়ে মাত্র দুটি গোল করেছেন।
এমএলএসের নতুন মৌসুম শুরু হবে ২২ ফেব্রুয়ারি, যেখানে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এর আগে ১৯ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে স্পোর্টিং কেসির মুখোমুখি হবে মেসিরা।