বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

রাতে বিশ্বরেকর্ড গড়ে সকালেই স্কুলে ক্লাস করলেন ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

Google News
রাতে বিশ্বরেকর্ড গড়ে সকালেই স্কুলে ক্লাস করলেন ফুটবলার

ইউরোপিয়ান প্রতিযোগিতার তৃতীয় স্তরের লিগ উয়েফা কনফারেনস লিগে নতুন এক ইতিহাস গড়েছেন আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতায় গোল করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তবে অবাক করা বিষয় হলো, ঐতিহাসিক রাতের পরদিন সকালেই স্কুলে হাজির হতে হয়েছে তাকে।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উয়েফা কনফারেনস লিগ প্লে-অফের প্রথম লেগে নরওয়েজিয়ান ক্লাব মোলদের মুখোমুখি হয় আইরিশ ক্লাব শার্মক রোভার্স। ম্যাচের ৫৭তম মিনিটে দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন নুনান। তার এই গোলেই ১-০ ব্যবধানে জয় পায় শার্মক রোভার্স। এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে নরওয়েজিয়ান ক্লাবের মাঠে জয় এনে দেয়া নায়ক হয়ে ওঠেন নুনান।

তবে ম্যাচ শেষে কোনো বিশ্রাম নেয়ার সুযোগ পাননি তিনি। রাতেই ডাবলিনে ফিরে পরদিন সকালে স্কুলে যান এই তরুণ ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নুনানের মা স্যান্ডি নুনান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবং ফিরে এসেই সে আবার স্কুলে যাচ্ছে…।’

মাত্র ১৬ বছর ১৯৭ দিনে কনফারেনস লিগে গোল করে নতুন রেকর্ড গড়েছেন নুনান। এর আগে এই রেকর্ডটি ছিল স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনের দখলে। হার্ট অব মিডলোথিয়ানের হয়ে গত ডিসেম্বরে মলদোভার ক্লাব পেত্রোকাবের বিপক্ষে গোল করেছিলেন উইলসন, তখন তার বয়স ছিল ১৭ বছর ২৮৮ দিন।

তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন নুনান। এখনও এই রেকর্ডের শীর্ষে রয়েছেন ঘানার সাবেক মিডফিল্ডার নিল ল্যাম্পতে। ১৯৯১ সালে উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ) অ্যান্ডারলেখটের হয়ে রোমার বিপক্ষে গোল করেছিলেন ল্যাম্পতে। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর ১০০ দিন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের