
বিপিএলের ফাইনালে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাটিং করবে চট্টগ্রাম কিংস। সন্ধ্যা ৬টায় ফাইনাল শুরু হওয়ায় দ্বিতীয় ইনিংসের সময় শিশিরের প্রভাব থাকবে বেশি। যে কারণে তামিমের জন্য শুরুতে বোলিংয়ের নেওয়া সহজ সিদ্ধান্ত ছিল তামিমদের জন্য।
বিদেশি ক্রিকেটারের তারার মেলা বসিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে ‘কাকে রেখে কাকে খেলাব’ এমন অবস্থা তামিম ইকবালের দলের। ওই হিসেবে কম বিদেশি এবং বড় নাম না থাকায় একাদশ সাজানো নিয়ে নির্ভার ছিল চট্টগ্রাম কিংস।
বরিশালের একাদশে বিদেশিদের মধ্যে ডেভিড মালান, মোহাম্মদ নবী ও কাইল মেয়ার্সের জায়গা পাকা ছিল। কোয়ালিফায়ারে খেলা মোহাম্মদ আলী একাদশে থাকবেন কিনা সেটা নিয়েই ছিল প্রশ্ন। তার জায়গায় জেমি নিশামের খেলার ভালো সুযোগ ছিল। তবে কোয়ালিফায়ারে ৫ উইকেট নেওয়া পাকিস্তানি পেসার আলীতেই আস্থা রেখেছে বরিশাল।
ফাইনালের জন্য চট্টগ্রাম কোন কোন বিদেশি তারকা আনবে কিনা তা নিয়ে আলোচনা ছিল। ফাইনালে ওঠার পর চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল, তারা চেষ্টা করছেন। কেউ আসবেন কিনা জানিয়ে দেওয়া হবে। তবে কোয়ালিফায়ারের একাদশেই আস্থা রেখেছে তারা। আলিস আল ইসলাম ইনজুরিতে পড়ায় তার জায়গায় নাইম ইসলাম একাদশে ঢুকেছেন।
বরিশালের একাদশ: তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ আলী।
চট্টগ্রাম কিংস: খাজা নাফি, পারভেজ ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন, হুসেইন তালাত, নাইম ইসলাম, শামীম পাটোয়ারি, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, বিনোরা ফার্নান্দো।