রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৬ মাঘ ১৪৩১

রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৬ মাঘ ১৪৩১

Radio Today News

ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৮, ১৭ জানুয়ারি ২০২৫

Google News
ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি 

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বোর্ড দেখতে চায় এ টুর্নামেন্টটা কেমন হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে ফাহিম বলেন, নারী ক্রিকেটটা কীভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি -বোর্ড কিছুদিন ধরেই এ বিষয়ে চিন্তা করছিলো। সেটা মাথায় রেখেই নারী বিপিএল করা যায় কিনা ভাবছি। আজ সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো।

বাসসের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি। ডাবল-লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা।

শুরুতে তিন দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে যাবে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং এক জন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে।

ফাহিম আরো বলেন, আমরা ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। আশা করছি এটা দেশের নারী ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের