বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

জাকির-রনির ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৮২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৩, ১২ জানুয়ারি ২০২৫

Google News
জাকির-রনির ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৮২

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে সর্বশেষ ম্যাচে বিপিএলে প্রথম জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেতে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে তারা। জাকির হাসান-রনি তালুকদারের ফিফটিতে প্রতিপক্ষকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে।

সিলেটের শুরুটা অবশ্য সিলেট স্টেডিয়ামে ভালো ছিল না।

দলীয় ১৫ রানে ২ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দুটি পাতা এক কুঁড়ির দেশ। তবে তৃতীয় উইকেটে ১০৬ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় রানের ভিত গড়ে দেন রনি তালুকদার ও জাকির হাসান। ওপেনার রনি ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রানে আউট হলেও জাকিরের ব্যাট হাসতেই থাকে।

শেষ দিকে অ্যারন জোন্স ও অধিনায়ক আরিফুল হকের সঙ্গে দুটি বিশোর্ধ্ব জুটি গড়ে দলকে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ এনে দেন জাকির।

৩৩৩.৩৩ স্ট্রাইকরেটে ৩ ছক্কায় জোন্সের ২০ রানের বিপরীতে ২১ রান করেছেন অধিনায়ক আরিফুল। আর চারে নেমে অপরাজিত ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন জাকির। ১৬৩.০৪  স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ৬ ছক্কায়। খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও জিয়াউর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের