ফরচুন বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয় নিশ্চিত করে অধিনায়ক নুরুল হাসান সোহান।
এদিকে ম্যাচে নাটকীয়ভাবে হারের পর ক্ষুব্ধ হতে দেখা গেছে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। তবে ঠিক কী কারণে তামিম ক্ষুব্ধ ছিলেন তা জানা যায়নি।
ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় তার দিকে তেড়েও যান বরিশালের অধিনায়ক। রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন।
যদিও বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ম্যাচ হারলে এধরনের ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’
রেডিওটুডে নিউজ/আনাম