মানসিক স্বাস্থ্যের কারণে জাতীয় দলের পেসার জাহানারা আলম আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়েছেন। তিনি জানিয়েছেন, লাগাতার আন্তর্জাতিক ক্রিকেট খেলার কারণে মানসিক অবসাদে ভুগছেন। যে কারণে সাময়িক বিশ্রাম নিচ্ছেন তিনি।
জাহানারা আলম মানসিক স্বাস্থ্যের কারণে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না। সিরিজটি সরাসরি বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশ নারী দলের জন্য অতি গুরুত্বপূর্ণ। যদিও তিনি অস্ট্রেলিয়ার প্রথম গ্রেড প্রিমিয়ার লিগে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন।
বিষয়টি নিয়ে ক্রিকবাজকে জাহানারা বলেন, ‘আমি সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম নিইনি। কেবল জাতীয় দল থেকে সাময়িক বিশ্রাম নিয়েছি। বিসিবিকেও আমি এটাই জানিয়েছি। বাংলাদেশে গিয়ে আমি ঘরোয়া ক্রিকেটও খেলব। বোর্ডকে এটাও জানিয়ে দেব। এমনকি ছাড়পত্র পেলে সব ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলতে চাই।’
সব ধরনের ক্রিকেট খেললেও শুধু জাতীয় দলের হয়ে না খেলার পেছনে কোন কারণ আছে কিনা জানতে চাইলে জাহানারা বলেন, ‘কোন কারণ নেই, এমনিতেই বিশ্রাম নিচ্ছি। এতোদিন জাতীয় দলের হয়ে খেলেছি, সেজন্যই এই বিশ্রামটা নিচ্ছি। ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আমি মনে করি, এমন একটা ছুটি আমি পেতেই পারি।’
গুঞ্জন আছে নারী দলের হেড কোচ হাহসান তিলেকারত্নের সঙ্গে দ্বন্দ্বের কারণে জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছেন পেসার জাহানারা আলম। তবে তিনি জানিয়েছেন, কারো সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তার বিরুদ্ধে কেউ কিছু প্রমাণও করতে পারবে না। এর আগে দলের বাইরে গিয়ে কামব্যাকও করেছেন তিনি। এছাড়া বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলেও জানান তিনি।