বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

Radio Today News

উইন্ডিজ সফরের বাংলাদেশের  ১৬ সদস্যের দল ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৭, ৭ জানুয়ারি ২০২৫

Google News
উইন্ডিজ সফরের বাংলাদেশের  ১৬ সদস্যের দল ঘোষণা

চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের সফরে যাবে বাংলাদেশ নারী দল। যার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ক্যারিবীয় সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের নারী দল।

এবারই প্রথমবারের মত ক্যারিবিয়ান সফরে নারী ক্রিকেটাররা। প্রতিপক্ষের মাঠে একবারই খেলার সুযোগ পেয়েছেন জ্যোতি-সোবহানা মোস্তারিরা। সেই ম্যাচটি ছিল ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। গায়ানার প্রোভিডেন্সে সেদিন সালমা খাতুনের দল ক্যারিবিয়ানদের কাছে ৬০ রানে হেরেছিল। এবার তার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন জ্যোতিরা।

দলের নেতৃত্বে যথারীতি থাকছেন জ্যোতি। ডেপুটি হিসেবে পাচ্ছেন বাঁহাতি স্পিনার নাহিদাকে। সিরিজটি খেলতে নিগার সুলতানা জ্যোতিরা ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি।

ওয়ানডে সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে এই পয়েন্ট কাজে লাগবে দুই দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই টি-টোয়েন্টি শুরু হবে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি ২৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি। দ্বিতীয়টি ম্যাচটি হবে ২৯ জানুয়ারি। সীমিত ওভারের সব ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের