ভারত ও অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ব্যক্তিগত কারণে একাদশে ছিলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টেও নেই তিনি। তবে এই ম্যাচে ফর্মহীনতায় বাদ পড়েছেন রোহিত। তার পরিবর্তে পার্থ টেস্টের মতো সিডনিতেও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা।
শুক্রবার (৩ জানুয়ারি) সিডনিতে কামিন্সের সঙ্গে টস করেন বুমরা। টসের পর মাইক্রোফোনের সামনে বুমরাই জানালেন, এই টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন রোহিত। বিশ্রামের কথা বলতে গিয়ে বুমরা যোগ করেছেন, ‘আমাদের অধিনায়ক তার নেতৃত্ব (গুণ) দেখিয়েছে।’
লম্বা সময় ফর্মের বাইরে থাকা রোহিত সিরিজের শেষ টেস্টে নিজে না খেলিয়ে জায়গা করে দিয়েছেন শুবমান গিলের জন্য। একজন অধিনায়কই যেখানে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিলে একাদশ ঠিক করেন, একাদশে নিজের সঙ্গে বাকি ১০ জনের নাম চূাড়ন্ত করেন, সেখানে তার নিজেরই ফর্মের কারণে সরে যাওয়া বিরল ঘটনা। এতটা বিরল যে, টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে ঘটেছেই মাত্র একবার।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে অধিনায়কের ফর্মের কারণে নিজেকে একাদশ থেকে সরিয়ে নেয়ার ঘটনাটি কাকতালীয়ভাবে সিডনিতেই ঘটেছিল। ১৯৭৪ সালে অ্যাশেজের চতুর্থ টেস্টে নিজেকে বাদ দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক মাইন ডেনেস। সেবারের সিরিজে ব্যাটে রান পাচ্ছিলেন না তিনি। ৬ ইনিংসে সাকল্যে রান ছিল ৬৫ (৬, ২৬, ২, ২০, ৮, ২)।
সিডনিতে নিজেকে বাদ দিলেও অ্যাডিলেডে পরের টেস্টেই একাদশে ফিরেছিলেন ডেনেস। সেটাও অবশ্য প্রয়োজনেই, কারণ সিডনিতে তার বদলি হিসেবে খেলা জন এডরিচ চোটে পড়ায় পরের টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে, দলে ফেরার এক টেস্ট পরই রানে ফিরেছিলেন ডেনেস। সে বার অ্যাশেজ ছিল ৬ টেস্টের। মেলবোর্নে হওয়া শেষ টেস্টে ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন এই স্কটিশ, যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ।
তবে এবার সিডনিতে নিজেকে বাদ দেয়া রোহিতের টেস্ট ক্যারিয়ারই অনিশ্চয়তার মুখে। অস্ট্রেলিয়া সফরে ভারতের আর কোনো ম্যাচ নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করতে না পারলে ভারতের পরের টেস্ট আরও ৬ মাস পর, পরের চ্যাম্পিয়নশিপ চক্রে। সেক্ষেত্রে ভবিষ্যতে চোখ রেখে নির্বাচকেরা তাকে বিবেচনা করবেন কি না, অথবা রোহিত নিজেই ততদিন দলের সঙ্গে ঝুলে থাকতে চাইবেন কি না সেটা এক বড় প্রশ্ন।
রেডিওটুডে নিউজ/আনাম