রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

চ্যালেঞ্জিং স্কোর ঢাকার, তাসকিনের ৭ উইকেট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৮, ২ জানুয়ারি ২০২৫

Google News
চ্যালেঞ্জিং স্কোর ঢাকার, তাসকিনের ৭ উইকেট

দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস ১৭৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে তাসকিনের ঝোড়ো বোলিংয়ের তোপে পড়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। ১৯ রানে ৭ উইকেট নিয়ে টি২০ ক্রিকেটের তৃতীয় সেরা বোলিং ফিগারের মালিক তাসকিন আহমেদ। বাংলাদেশের কোনো বোলার হিসেবে এটাই সেরা, পেছনে ফেলেছেন সিপিএলে ৬ রানে ৬ উইকেট নেওয়া সাকিব আল হাসানকে।

এই ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ঢাকা। পাঁচ বলে কোন রান করার আগেই ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে তাসকিনের শিকার হন লিটন দাস। আরেক ওপেনার তানজিদ হাসানও ১০ বলে ৯ রান করে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

যদিও তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন স্টিফেন এস্কানজি ও শাহাদাৎ হোসেন দীপু। ৪৭ বলে ৭৯ রানের এই জুটি ভাঙেন হাসান মুরাদ। ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করা এস্কানজিকে বোল্ড করেন তিনি। দীপু হাফ সেঞ্চুরি পান। ৪১ বলে ৭ চারের ইনিংসে ৫০ রান করেন তাসকিনের বলে আউট হন তিনি।  

মাঝে এসে ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। প্রথম স্পেলে দুই উইকেট পাওয়া তাসকিন আবার বোলিংয়ে আসেন ১৭তম ওভারে। এই ওভারের প্রথম বলে দীপুকে ফিরিয়ে তৃতীয় উইকেট পান তাসকিন। পঞ্চম বলে আউট হন চতুরঙ্গ ডি সিলভা, উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর আবার শেষ ওভার করতে এসে তিন উইকেট পান তাসকিন।

সবমিলিয়ে চার ওভারে ১৯ রান দিয়ে সাত উইকেট নেন তাসকিন। বিপিএল তো বটেই, বাংলাদেশের কোন বোলারেরই এর আগে টি২০ এত উইকেট নেওয়ার কীর্তি নেই। ২০২৩ সালে চীনের বিপক্ষে কেবল ৮ রানে ৭ উইকেট সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়েন মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস। এর আগে ২০১৯ সালে ভাইটালিটি ব্লাস্টে প্রথমবার সাত উইকেট পান নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের