শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

রংপুরের ব্যাক টু ব্যাক জয়, নাহিদ রানার দুর্দান্ত বোলিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪০, ৩১ ডিসেম্বর ২০২৪

Google News
রংপুরের ব্যাক টু ব্যাক জয়, নাহিদ রানার দুর্দান্ত বোলিং

বিপিএলের আগের তিন ম্যাচের তুলনায় রানটা বড় হয়নি রংপুর রাইডার্সের। তবে ব্যবহৃত উইকেটে ৬ উইকেটে করা ১৫৫ রানকেই যথেষ্ট প্রমাণ করেছে গ্লোবাল সুপার লিগ টি-২০ জয়ী দলটি। নাহিদ রানার পেস ও খুশদীল শাহর তোপে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৪ রানের বড় জয় পেয়েছে রংপুর।

টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। শুরুতে ফিরে যান অ্যালেক্স হেলস, স্টিফেন টেইলর ও সাইফ হাসান। সেখান থেকে ৪১ রানের জুটি দেন দলটির দুই পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ। খুশদীল ১৬ বলে দুই চার ও এক ছক্কায় ২১ রান করেন। ইফতিখার শেষ পর্যন্ত খেলে ৪২ বলে করেন ৪৭ রান। তার ব্যাট থেকে চারটি চার ও একটি ছক্কা তোলেন। 

শেষ দিকে দ্রুত রান তোলেন নুরুল হাসান সোহান ও শেখ মাহেদী। রংপুরের অধিনায়ক নুরুল ২৪ বলে ৪১ রান করেন। চারটি চারের সঙ্গে দুটি ছক্কা আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। শেখ মাহেদী ৮ বলে দুই চার ও এক ছক্কায় ১৬ রান করেন।

জবাবে ৯ উইকেটে ১২১ রানে আটকে গেছে সিলেট। দলটির হয়ে ওপেনার রনি তালুকদার ৩৬ বলে ৪১ রান করেন। চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। তিনে নেমে জাকির হাসান ১২ বলে তিন চারে ১৮ রান করেন। মারকুটে ব্যাটার হলেও এদিন বেশ ধুঁকেছেন জাকের। তিনি উইকেটে সেট হয়ে ৩৩ বলে একটি করে চার ও ছক্কায় ২৪ রান করে আউট হন। 

পেসার নাহিদ রানা ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। বাঁ-হাতি স্পিনার খুশদিল ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সাইফউদ্দিন তার ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট দখল করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের