দুর্বার রাজশাহীর দেয়া পাহাড়সম ১৯৭ রান ১১ বল বাকি থাকতেই টপকে গেলো তামিম ইকবালের ফরচুন বরিশাল। আজ সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া বরিশালকে রীতিমতো তুলোধুনো করেছেন ইয়াসির আলী এবং আনামুল হক বিজয়।
৪৭ বলে ২০০ স্ট্রাইকরেটে ৯৪ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন ইয়াসির আলী। তাকে সঙ্গ দিয়ে অপর প্রান্তে রানের গতি ঠিকই এগিয়ে নিয়েছেন আনামুল হক বিজয়।
জবাবে ব্যাট করতে নেমে বরিশাল শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে। তাওহীদ হৃদয় ২৩ বলে ৩২ রান করে সাজঘরে ফিরলে বরিশালের জয়ের আশা একেবারেই ফিকে হতে থাকে। কিন্তু মাহমুদুল্লাহ এবং ফাহিম আশরাফের শেষদিকের ক্যামিওতে ১১ বল বাকি থাকতেই ৪ উইকেটে নিজেদের বিজয় নিশ্চিত করে বরিশাল।
ফাহিম আশরাফ ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে মাহমুদুল্লাহ ২৬ বলে ৫৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই দুজনের সঙ্গে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির ১৭ বলে ২৭ রানের ইনিংসও বরিশালের ম্যাচ জয় নিশ্চিতে ভূমিকা রাখে।
রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ৩ উইকেট শিকার করেন। অন্যদিকে হাসান মুরাদ ২টি উইকেট নেন।
বরিশালের হয়ে কাইল মায়ার্স ২ উইকেট নেন। অন্যদিকে ফাহিম আশরাফ এক উইকেট শিকার করেন।
২৬ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলা মাহমুদুল্লাহ ম্যাচসেরার পুরস্কার তুলে নেন।