বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

গ্যালারির উচ্ছ্বাসেই শুরু বিপিএল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৩, ৩০ ডিসেম্বর ২০২৪

Google News
গ্যালারির উচ্ছ্বাসেই শুরু বিপিএল

একটু অবাকই লাগবে। বিপিএলেল টিকিটের জন্য বুথের সামনে ভিড়! টিকিট না পেয়ে স্টেডিয়ামের সামনে অবস্থান! গেট ভেঙে প্রবেশের চেষ্টা! এমনকি অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে স্টেডিয়াম সংলগ্ন বুথে টিকিটই বন্ধ ঘোষণা করেছে বিসিবি!

তাতেও অনাকাঙ্খিত ঘটনা যে ঘটেনি তা নয়। ম্যাচ শুরুর প্রায় ঘণ্টা দুয়েক আগে ওই টিকিটের জন্যই স্টেডিয়ামের বাইরে হয়েছে ধাক্কাধাক্কি। গেট ভাঙার চেষ্টা। ম্যাচ শুরুর প্রায় ঘন্টা খানেক আগে থেকেই স্টেডিয়ামে প্রবেশের গেটগুলোতে দেখা যায় দর্শকের ভিড় ও লাইন। নির্ধারিত সময়ের আগে গ্যালারিতে প্রবেশের অনুমতি না মেলায় হুড়োহুড়ি, চিৎকার, স্লোগানও শোনা গেছে।

জাতীয় দলের সাদা বলের ম্যাচ থাকলে এমনটা মিরপুর স্টেডিয়ামে হরহামেশা ঘটে। তাই বলে বিপিএলে! বাইরে টিকিটের জন্য এমন উন্মাদনা থাকলেও টয়টুম্বর গ্যালারি নিয়ে অবশ্য  ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর উদ্বোধনী ম্যাচ শুরু হয়নি। তবে গ্যালারিতে বেশ ভালো দর্শক নিয়েই সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এবারের বিপিএল।

এবারের অনলাইনেই পাওয়া যাবে বিপিএলের অধিকাংশ টিকিট। এই ঘোষণা বেশ আগেই দেওয়া হয়েছিল। সঙ্গে মধুমতি ব্যাংকের কিছু শাখায় দেওয়া হয়েছে ভার্চুয়াল টিকিট। অনলাইন এবং কাগুজে, দুই ধরনের টিকিট নিয়েই গ্যালারিতে প্রবেশ করেছেন ভক্তরা। অনলাইন টিকিটে জন্য লাগছে না আলাদা কোন ডকুমেন্ট। টিকিটের কপি স্ক্যান করেই ঢোকা যাচ্ছে গ্যালারিতে।

বেশ ক’জন দর্শকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ফরচুন বরিশালের সমর্থন করতে এসেছেন। তারকায় ভরা দলটি এবারও শিরোপার অন্যতম দাবিদার বলেও দাবি তাদের। এবারের বিপিএলে নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল। দুপুর নাগাদ মতিঝিল থেকে উত্তরা অভিমুখী মেট্রোতে ভিড় বেশ কম থাকে। আজকের চিত্র ছিল ভিন্ন। উত্তরা থেকে মতিঝিল অভিমুখী মেট্রোতেও পরিবার নিয়ে বিপিএল দেখতে আসা ভক্তের দেখা মিলেছে। অনেকটা কলা বেচা রথ দেখার মতো এটাই প্রথম মেট্রো ভ্রমণ ও বিপিএল দেখতে আসা বলেও জানিয়েছেন কেরানিগঞ্জ থেকে আসা ক’জন তরুণ।

বিপিএল শুরুর আগে গর্ভনিং বডির পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্যালারিতে খাবারের দাম যাতে নাগালের মধ্যে থাকে সে বিষয়ে তদারকি করা হবে। এছাড়া পানির জন্য টাকা খরচ করতে হবে না, এমন ব্যবস্থা করবেন তারা। এরই প্রেক্ষিতে গ্যালারিত রাখা হয়েছে মুগ্ধ কর্ণার। সেখানে বিনামূল্যে থাকবে পানি খাওয়ার ব্যবস্থা। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের