বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

আবাহনীর জয়ের হাসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৫, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:২২, ২৯ ডিসেম্বর ২০২৪

Google News
আবাহনীর জয়ের হাসি

এই কুমিল্লায় নিজেদের আগের ম্যাচে হারিয়েছিল বসুন্ধরা কিংসকে। প্রিমিয়ার লিগে প্রথমবার কিংসকে হারানো আবাহনী লিমিটেড একই ভেন্যুতে গতকালও হেসেছে জয়ের হাসি। এ কে এম মারুফুল হকের দল শনিবার ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। গাজীপুরে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবকে ৬-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বড় জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে রহমতগঞ্জ। পাঁচ ম্যাচে ঢাকা আবাহনীর সমান ১২ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় দুই নম্বরে তারা। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

কুমিল্লায় পুলিশ এফসির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আবাহনী। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৩২ মিনিটে লিড নেয় আকাশি-নীল জার্সিধারীরা। গোল করেন ফয়সাল আকাশ। ম্যাচের ৮৮ মিনিটে পুলিশ এফসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শাহরিয়ার ইমন।

এবারের মৌসুমে অন্য রহমতগঞ্জকে দেখছে সবাই। দেশি-বিদেশিদের সমন্বয়ে দুর্দান্ত রহমতগঞ্জ গতকাল একপ্রকার উড়িয়ে দিয়েছে নবাগত ফকিরাপুলকে। ম্যাচের প্রথমার্ধে দুই দলের লড়াইটি হয়েছে সেয়ানে সেয়ানে। এই অর্ধে উভয় দলই একটি করে গোল পায়। ২৫ মিনিটে স্যামুয়েল বোয়েটাংয়ের গোলে লিড নেয় রহমতগঞ্জ। ৩ মিনিট পর অ্যাকোরিভ তুয়ারেভের পেনাল্টি গোলে সমতা আনে ফকিরাপুল। 

বিরতির পরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। আক্রমণাত্মক ফুটবল খেলা রহমতগঞ্জ এই অর্ধে একে একে ৫ গোল করে। ম্যাচের ৫৪ মিনিটে সাব্বির হোসেনের আত্মঘাতী গোলটি এগিয়ে নেয় পুরান ঢাকার ক্লাবটিকে। ৬২ মিনিটে মোহাম্মদ তাজউদ্দিনের গোলে ৩-১-এ এগিয়ে যায় তারা। ৩ মিনিট পর স্কোরশিটে নাম লেখান নাবীব নেওয়াজ জীবন। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন বোয়েটাং। ম্যাচের যোগ করা সময়ে রাজন হাওলাদারের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের