অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিরছেন গোলাম রব্বানী ছোটন। তবে নারী দলের কোচ হিসেবে নয়, বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে ছোটনকে।
মাঝখানে বাফুফেতে তাঁর ফেরা নিয়ে অনেক আলোচনায় ছিল খেলামহল। তবে সেসময় ছোটন ফেরেননি।
উল্লেখ্য, বাফুফে কর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ নারী জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন গোলাম রব্বানী ছোটন। নারী ফুটবলের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সে সময় বাংলাদেশ আর্মি নারী দলের কোচ হিসেবে যোগ দেন তিনি।
ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ফেডারেশনের অন্যতম সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ইতোমধ্যে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘আমরা ছোটনকে একাডেমির প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি। তাঁর সহকারীও হবেন দেশীয় কোচরা।’
গতকাল বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) জাহেদির সঙ্গে আলোচনার পর ছোটন এ দায়িত্ব নিতে রাজি হয়েছেন। এলিট একাডেমির পৃষ্ঠপোষকতা করবে রেডিয়েন্ট কেয়ার। আর্মি নারী দলের কোচের চাকরি ছেড়ে জানুয়ারিতেই এলিট একাডেমি নিয়ে কাজ শুরু করবেন তিনি। আগামী বছর মার্চের দিকে যশোরে ক্যাম্প হবার কথা রয়েছে।