শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

ঢাকা এবং রংপুরের সোনালী অতীত ধানমন্ডি মাঠে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:১৯, ২৫ ডিসেম্বর ২০২৪

Google News
ঢাকা এবং রংপুরের সোনালী অতীত ধানমন্ডি মাঠে

বাংলাদেশ ফুটবলের সোনালী সময়ের  মাঠ কাঁপানো সকল তারকা নিয়ে গঠিত হয় সোনালী অতীত ক্লাব। আজ বুধবার ধানমন্ডির শেখ জামাল মাঠে ঢাকা সোনালী অতীত মাঠে নামে রংপুর সোনালী অতীতের বিপক্ষে। সাবেক জাতীয় দলের স্ট্রাইকার নকীবের গোলে - গোলে জয়ী হয় ঢাকা সোনালী অতীত ক্লাব।

অধিনায়ক নকীবের নেতৃত্বে আলফাজ, আরমানসহ তারকা খচিত ঢাকা সোনালী অতীত এবং রংপুর সোনালী অতীতের ম্যাচ দেখে বারবার মনে হবে "ফর্ম ইজ ট্যেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট" তাছাড়া আরো উপস্থিত ছিলেন কিংবদন্তি সাবেক জাতীয় দলের প্লেয়ার গোলাম সারোয়ার টিপু, মোসাব্বের হোসেন, খোরশেদ বাবুল, আতাউর রহমান আতা মাহমুদুর রহমান টিটু, জাকারিয়া পলাশ সাইদ হাসান কানন, রাকিবুজ্জামান রাকিব, মাসুদ পারভেজ টিটু প্রমুখ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের