বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৪

Google News
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ আসর শুরুর ৫৬ দিন আগে ঘোষণা করা হলো সময়সূচি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে এই আসরের। দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজনের কথা ছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায়। সে নিয়ে শুরু থেকেই চলতে থাকে নানা নাটকীয়তা। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি।

টুর্নামেন্টে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ দুটিও হতে পারে দুবাইয়ে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সূচি ঘোষণা করেছে আইসিসি।
 
আইসিসি জানিয়েছে, সেমিফাইনাল ১-এ ভারত থাকবে, যদি তারা উঠতে পারে, এবং অনুষ্ঠিত হবে দুবাইয়ে। একইভাবে সেমিফাইনাল ২-এ থাকবে পাকিস্তান, যদি তারা উঠতে পারে, যেটা পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। আইসিসির চূড়ান্ত সূচিতে ফাইনাল ম্যাচের ভেন্যু লাহোর।

টুর্নামেন্টে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ দুটিও হতে পারে দুবাইয়ে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সূচি ঘোষণা করেছে আইসিসি।
 
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ ‘এ’ তে রয়েছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ তে আছে- ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের