নতুন বলে ঝড় তুলেছিলেন পারভেজ হোসেন ইমন। আর পুরনো বলে একই কায়দায় শেষ করলেন জাকের আলী অনিক। তাদের দারুণ দুটি টি২০ সুলভ ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ তে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮৯ রান করেছে বাংলাদেশ। জাকের অপরাজিত ছিলেন ৭২ রান করে। ৩৯ রান করেন ইমন।
টি২০ ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা জাকের পান ৩৬ বলে। তবে শেষ ওভারে এক নো বল ছাড়া ২৪ রান তুলে নেন তিনি। শেষ চারে বলে ছক্কা মারেন তিনটি। শেষ ওভারে ২৫ রান আসতেই বড় সংগ্রহ পেয়ে যায় সফরকারীরা।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলে বাংলাদেশ। রান খরায় ভোগা লিটন দাস ১৪ রানে ফিরলে ভাঙে জুটি। কিছুক্ষণ পর ফিরে যান সৌম্য সরকারের ইনজুরিতে একাদশে ঢোকা ইমনও। তবে ফেরার আগে ২১ বলে ৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।
তানজিদ হাসান ৯ রান করে ফিরলেও চারে নেমে মেহেদী হাসান মিরাজ করেন ২৯ রান। এরপর ভুল বুঝাবুঝিতে আগের দুই ম্যাচে স্ট্রোকের ফুলঝুরি ছুটানো শামীম হোসেন ২ রানে ফিরলে খানিক চাপে পড়ে বাংলাদেশ। রানআউটে শেখ মাহেদী হাসান তো কোনো রানই করতে পারেননি। তবে সেই ভুলের মাশুল ব্যাটেই দেন জাকের।
তানজিম হাসানকে সাকিবকে নিয়ে সপ্তম উইকেটে ৫০ রান যোগ করেন তিনি। সাকিবের ব্যাট থেকে আসে ১২ বলে ১৭ রান। এই পেসার ১৯তম ওভারের শেষ বলে ফেরার পর শেষ ওভারটা স্মরণীয় করেই রাখেন জাকের। ১৭৫ স্ট্রাইকরেটে সাজানো ইনিংসটি তার ক্যারিয়ার সেরাও বটে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০ রানে ২ উইকেট নেন রোমারিও শেফার্ড। একটি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ, রস্টন চেজ ও গুদাকেশ মোতি।
রেডিওটুডে নিউজ/আনাম