শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

তিন তারকার গোলে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ১৯ ডিসেম্বর ২০২৪

Google News
তিন তারকার গোলে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ছয় মহাদেশের ছয়টি চ্যাম্পিয়ন দল নিয়ে প্রথমবার আয়োজিত হয় ‘ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ’। আর প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে আরও একটি মহাদেশীয় শিরোপা জিতে নিয়েছে লস ব্লাঙ্কোরা।

এ দিন গোলের দেখা পেয়েছেন রিয়ালের তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। যদিও গোল পেতে ৩৭ মিনিট অপেক্ষা করতে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের। ভিনিসিয়ুসের পাস থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন এমবাপ্পে।

এরপর ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বক্সের সামনে বল পেয়ে পাচুকার রক্ষণভাগের খেলোয়াড়দের পরাস্ত করে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই তারকা।

আর ম্যাচের ৮৩ মিনিটে পাচুকার কফিনে শেষ পেরেক ঠুকেন ভিনিসিয়ুস। এ সময় বক্সের মধ্যে লুকাস ভাসকেজকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে বল জালে জড়ান ফিফার বর্ষসেরা এই ফুটবলার।

এই নিয়ে মৌসুমের পঞ্চম শিরোপা জিতলো রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের পর রিয়ালের গত মৌসুমের শোকেসে ইন্টারকন্টিনেন্টাল কাপও যুক্ত হলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের