বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ বাংলাদেশের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪২, ১২ ডিসেম্বর ২০২৪

Google News
মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ বাংলাদেশের

দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ফিফটিতে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। ৬৩ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় সফরকারীরা।

রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম ও লিটন দাস। এই নিয়ে টানা তিম ম্যাচেই ব্যর্থ হলেন লিটন। এরপর ক্রিজে আসা মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সৌম্য।

দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন সৌম্য-মিরাহ। ৫৬ বলে  মিরাজ ও ৫৮ বলে ফিফটি তুলে নেন সৌম্য। ১৩৬ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৪৫ রানে ৭৩ বলে ৭৩ রান করে আউট হন সৌম্য।

এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মিরাজ। তবে দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৭৩ বলে ৭৭ ও আফিফ ২৯ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি। ক্যারিবিয়ান বোলারদের সু্যোগ না দিয়ে সাবলীল ব্যাটিং করতে থাকেন তারা। দুজনেই দেখা পান ফিফটির। মাহমুদউল্লাহ ৪৮ ও জাকের ৫৩ বলে ফিফটি তুলে নেন। এই নিয়ে টানা তিন ম্যাচেই ফিফটির দেখা পেলেন মাহমুদউল্লাহ।

এরপরও আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মাহমুদউল্লাহ ও জাকের। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ ও জাকের ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ নেন ২টি উইকেট।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের