বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

ধর্ষণের মামলা থেকে এমবাপ্পের অব্যাহতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৬, ১২ ডিসেম্বর ২০২৪

Google News
ধর্ষণের মামলা থেকে এমবাপ্পের অব্যাহতি

ফরাসি-রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিলো। মূলত একাধিক সুইডিশ সংবাদমাধ্যম, রিয়াল মাদ্রিদ এই তারকা ফরোয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ার খবরটি নিশ্চিত করে।

যদিও নতুন খবর হচ্ছে, সুইডিশ কৌঁসুলিরা এমবাপ্পেকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। পাশাপাশি তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।

সিরাকোভা আরও বলেন, ‘তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।’

পাশাপাশি সেই পরিচিত ব্যক্তি, অর্থাৎ এমবাপ্পের কোনো ধরনের অপরাধে সংশ্লিষ্ট না থাকার কথাও নিশ্চিত করেছেন তিনি।

গত অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দল থেকে ছুটি পেয়ে দুই দিনের জন্য সুইডেনের স্টকহোমে ঘুরতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ঘুরতে যাওয়া কাল হয় তার জন্য। ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে এমবাপ্পের বিরুদ্ধে। শুরু হয় তদন্তও।

সে সময় সুইডিশ কৌঁসুলিরা ধর্ষণের অভিযোগে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করলেও সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের