২০২৭ সালে সৌদি আরবের মাটিতে ২৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। তার আগে সেই আসরের মূলপর্বে উত্তীর্ণ হতে হলে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। আজ সেই বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া সেই ড্র’য়ে গ্রুপ সি’তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে অন্য তিন দল ভারত, হংকং ও সিঙ্গাপুর।
মোট ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে ২৪টি দল। গ্রুপের চারটি করে দল রয়েছে। সবাই হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
১৯৮০ সালের পর বাংলাদেশ কখনও এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার ভারত ও অন্য দলকে টপকে জায়গা করে নেওয়াটা জামাল তপুদের জন্য কঠিনই।
রেডিওটুডে নিউজ/আনাম