বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সৌম্য তাণ্ডবে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩১, ৭ ডিসেম্বর ২০২৪

Google News
সৌম্য তাণ্ডবে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেনের। গ্লোবাল সুপার লিগে গতকাল শুক্রবার লাহোর কালান্দার্সকে হারিয়ে রংপুরের ফাইনাল নিশ্চিত হতেই এ জটিলতা তৈরি হয়। আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে আছেন সৌম্য-আফিফ-রিশাদ। সে কারণে ফ্র্যাঞ্চাইজিটির ওই তিন ক্রিকেটারকে ফাইনাল না খেলে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছিল বিসিবি।

তবে জটিলতা কাটিয়ে আজ ঠিকই ফাইনালে খেলেন তাঁরা। শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখায় রংপুর রাইডার্স। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। রংপুরের হয়ে ৫৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সৌম্য সরকার। রান তাড়ায় ইনিংসের ১১ বল বাকি থাকতে ১২২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলরের সৌজন্যে শুরুটা দুর্দান্ত হয় রংপুরের। শুরুতে অবম্য কিছুটা দেখে শুনে খেলছিলেন দুই ওপেনার। পাওয়ার প্লে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান তোলা রংপুর ৫০ পেরিয়ে যায় অষ্টম ওভারে। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন দুই ওপেনার।

১০ ওভার শেষে রংপুরের স্কোরবোর্ডে বিনা উইকেটে ৭৬ রান। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে ১০০ রানের দেখা পায় রংপুর। এর একটু পরেই ৩৩ বলে ব্যক্তিগত ফিফটি আদায় করেন সৌম্য সরকার। বাংলাদেশি বাঁহাতি ব্যাটসম্যান আক্রমণাত্মক ব্যাটিং করলেও অপরপ্রান্তে টেলর কিছুটা দেখে-শুনে খেলছিলেন। যুক্তরাষ্ট্রের বাঁহাতি ওপেনার ফিফটির দেখা পান ৪৪ বলে।

সৌম্য টেলরের উদ্বোধনী জুটিতে ১২৪ রান পায় রংপুর। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে টেলরকে (৪৯ বলে ৬৮ রান) ফিরিয়ে জুটি ভাঙেন কারিমা গোর। তিনে নেমে সাইফ হাসান থিতু হওয়ার আগেই ম্যাক্স বার্থিসেলের বলে এলবিডাব্লিউ হয়েছেন। ম্যাডসেনও (৯ বলে ১০ রান) তেমন কিছু করতে পারেননি। তবে একপ্রান্তে দাঁড়িয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রংপুরের সংগ্রহ বাড়িয়েছেন সৌম্য। শেষ পর্যন্ত অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে বাংলাদেশি ব্যাটসম্যান যখন মাঠ ছাড়লেন, ততক্ষণে রংপুরের সংগ্রহ ১৭৮।

রান তাড়ায় ভিক্টোরিয়ার জো ক্লার্ক ছাড়া তেমন কেউ দাঁড়াতেই পারেনি। ইংলিশ ওপেনার দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান (২২ বলে) করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন আরেক ওপেনার ব্লেক ম্যাকডোনাল্ড।

ভিক্টোরিয়াকে আটকে দিতে বল হাতে নেতৃত্ব দিয়েছেন হারমিত সিং। যুক্তরাষ্ট্রের এ স্পিনার ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া রিশাদ, সাইফ ও শেখ মেহেদী ২টি করে এবং কামরুল ইসলাম ১ টি উইকেট নিয়েছেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের