বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৩ রানে ৮ উইকেট নিল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫০, ২ ডিসেম্বর ২০২৪

Google News
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৩ রানে ৮ উইকেট নিল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৭০ রানে মাত্র ১ উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। সেখান থেকে ১২৩ রানে ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। 

ওয়েস্ট ইন্ডিজ ৬১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন সামার জোসেপ ও কেমার রোচ।

এর আগে কেসি কার্টি ৪০ রান করে আউট হয়েছেন। মাইকেল লুইস ১২ রান করে আউট হন। অধিনায় ও ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ৩৯ রান করেন। কাভেম হগ ৩, আথানজে ২ ও জাস্টিন গ্রেভার্স ২ রান করে আউট হন।

বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা ৪ উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল ইসলাম। 

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ৬৪ রানের ইনিংস খেলেন। শাহাদাত হোসেন দিপু ২২ রান যোগ করেন। অধিনায়ক মিরাজ ৩৬ রান ও তাইজুল ১৬ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডেন সিলস ৪টি ও শামার জোসেপ ৩ উইকেট তুলে নেন। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের