বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪,

২০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

এশিয়া অনূর্ধ্ব-১৯: তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু পুঁজি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৭, ২৯ নভেম্বর ২০২৪

Google News
এশিয়া অনূর্ধ্ব-১৯: তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু পুঁজি

দুবাইয়ে এশিয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে আফগানদের ২২৯ রানের টার্গেট দিয়েছে যুবা টাইগাররা। ১৩৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রানে আউট হন তামিম। 

শুক্রবার (২৯ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। এরপর আরেক ওপেনার কালাম সিদ্দিকের সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন আজিজুল তামিম। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। কালাম ১১০ বলে ৬৬ ও দেবাশিষ দেবা ৬ বলে ১ রান করে আউট হন। দলীয় ১৮২ রানে ১৫ বলে ১০ রান করে আউট হন শিহাব। 

এরপর ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আজিজুল তামিম। দলীয় ২০৪ রানে ১৩৩ বলে ১০৩ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্টানিকজাই নেন ২টি করে উইকেট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের