সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

Radio Today News

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বল্প পুঁজি বাংলাদেশের 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৬, ১০ অক্টোবর ২০২৪

Google News
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বল্প পুঁজি বাংলাদেশের 

স্কটল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পরের ম্যাচে বাগে পেয়েও  ইংল্যান্ডের কাছে হারে ২১ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে সেমিফাইনালের আশা বাঁচবে, হারলে শেষ। এমন ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে বাংলাদেশ। 

শুরু খুব খারাপ হয়নি বাংলাদেশের। দলের ১৮ রানে ফিরে যান ওপেনার সাথী রানী। ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার দিলারা ১৮ বলে ১৯ রান করেন। তবে সোবহানা মুস্তারি ও নিগার সুলতানা ৪০ রানের জুটি গড়ে দলকে ভালো রানের পথে তুলে নেন। সোবহানা ফিরে যান ২২ বলে ১৬ রান করে। 

এরপরই ধসে যায় বাংলাদেশ। তাজ নেহার ১ রান করে ফিরে যান। স্বর্ণা আক্তার শূন্য করেন। ঋতু মনি খেলেন ১০ রানের ইনিংস। এক প্রান্ত দিয়ে লড়াই করে গেছেন জ্যোতি। তিনি ৪৪ বলে ৩৯ রান করে আউট হন। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের